ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমেছে নেপাল। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও নেপাল। প্রথমবার এশিয়া কাপে খেলতে আসা নেপালের বিপক্ষে একাদশে পরিবর্তন এনেছে ভারত। এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। প্রায় পাঁচ মাস পর একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেপাল ১০ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৬৫ রান। কুশল ভার্টেল ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। অন্য ওপেনার আসিফ শেখ অপরাজিত রয়েছেন ২৩ রানে। মো. শামি ও মো. সিরাজ ৪ ওভার বোলিং করে এখন পর্যন্ত কোনো উইকেট পাননি। একমাত্র উইকেটটি নিয়েছেন শার্দুল ঠাকুর।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর আজ সুপার ফোরের লক্ষ্যে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কারণ, নেপালের বিপক্ষে আজ হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ভারত।
/এএম
Leave a reply