লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যেখানে এশিয়া কাপ থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল টাইগাররা সেখানে দ্বিতীয় ম্যাচে আফগানদেরকে তুলোধোনা করে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। এখন দেখার অপেক্ষা এই গ্রুপ থেকে অন্য কোন দল যাচ্ছে সুপার ফোরে। স্বভাবতই সেটি জানতে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের দিকে।
মঙ্গলবার মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পেলেই সুপার ফোর নিশ্চিত করবে লঙ্কানরা।
অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচ হেরে বেশ বিপাকেই আছে আফগানিস্তান। আফগানিস্তানকে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে টপকাতে হবে বাংলাদেশের রানরেট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার রানরেট নেমে যাবে বাংলাদেশের নিচে। তখনই কেবল টাইগারদের সাথে সুপার ফোর নিশ্চিত করতে পারবে আফগানরা।
আগামী (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মিশন শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচ শেষে শ্রীলঙ্কার বিমান ধরতে হবে টাইগারদের। ৯ সেপ্টেম্বর টাইগারদের বাকি দু’টি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। যেখানে টাইগারদের মোকাবেলা করবে আফগানিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল।
এছাড়াও, সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।
/এমএইচ
Leave a reply