চট্টগ্রামে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশু নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের বাসা থেকে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায় শিশুটি। তারপর থেকেই খোঁজ মিলছে না তার।
আবদুল্লাহর চাচা মো. সাইমুন জানান, বাসা থেকে বের হওয়ার সময় কেউ দেখেনি তাকে। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত একজন নারীর পেছন পেছন হেঁটে যাচ্ছে শিশুটি। এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি অপহরণ মামলা করেছে শিশুটির মা।
পুলিশ জানায়, এরমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে সার্বিক অবস্থা বোঝার চেষ্টা চলছে। বোরকা পরা ওই নারীকে খোঁজা হচ্ছে।
এটিএম/
Leave a reply