শঙ্কা কেটেছে, বিশ্বকাপ দলে থাকছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন

|

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ দলে ফেরার অপেক্ষায় উইলিয়ামসন।

সব শঙ্কা কাটিয়ে ইনজুরি মুক্ত হয়ে বিশ্বকাপ দলে থাকছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি কিউইরা। তবে কেন উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে এনজেডসি।

আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, উইলয়ামসনের ইনজুরির যথেষ্ট উন্নতি হয়েছে। অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুরু থেকেই তার সার্ভিস পাবে ব্লাকক্যাপরা।

গত আইপিএলে গুজরাট টাইটান্সে হয়ে আইপিএল ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় উলিয়ামসনের। অস্ত্রোপচারও করতে হয়। এরপর থেকে মাঠের বাইরে এই ব্যাটার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply