প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ

|

ঝড়-বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকা। মহাদেশগুলোর বিভিন্ন এলাকা বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত। খবর রয়টার্সের।

সাইক্লোনের তাণ্ডবে লণ্ডভণ্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল। লাতিন আমেরিকার দেশটির তথ্য অনুসারে, কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ৪ হাজারের কাছাকাছি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিও গ্রান্দে দো সোল প্রদেশ।

কর্তৃপক্ষ বলছে, অন্তত ৬০টি শহর ক্ষতিগ্রস্ত। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা দুর্যোগ মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মৌসুমী ঝড় ড্যানিয়েলের আঘাতে বিপর্যস্ত গ্রিসের একাংশ। এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ আরও অনেকে।

গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকেই ইউরোপীয় দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। যার প্রভাবে হয় ভারী বৃষ্টিপাত। কিছু এলাকায় বন্যার পাশাপাশি রেকর্ড করা হয়েছে ভূমিধস, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বুলগেরিয়ার সারেভো এলাকা প্রবল বন্যায় প্লাবিত হচ্ছে। কৃষ্ণ সাগর তীরের শহরটিতে ২ জন প্রাণ হারিয়েছেন। তীব্র স্রোতে ভেসে গেছে বহু যানবাহন, ডুবে গেছে ঘরবাড়ি-স্থাপনা। জারি করা হয় জরুরি অবস্থা। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ পর্যটককে।

তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল ও আশপাশের এলাকাও বন্যায় প্লাবিত। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, নিখোঁজ ১২ পর্যটক। তাদের সন্ধানে চলছে অভিযান।

তাছাড়া, দুর্যোগ কবলিত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে বাসিন্দাদের। সাবওয়ে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply