ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানে ‘আবায়া’ (এক ধরনের বোরকা) পরা নিয়ে চলছে তুমুল বিতর্ক। শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭ মুসলিম শিক্ষার্থীকে বাড়ি ফেরত পাঠানো হয়। খবর বিবিসি ও সিএনএন এর।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্কুলে উপস্থিত হন ৩০০ মুসলিম ছাত্রী। এ অবস্থায় ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে অভিভাবকদের চিঠি দেয়া হয়।
সরকারের এমন সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ে ক্ষোভ বাড়ছে। তা কমাতে গণমাধ্যমে বক্তব্য রাখেন ইমানুয়েল ম্যাকরন। জানান, ফ্রান্সে ধর্ম-বর্ণ বিদ্বেষের কোনো স্থান নেই। ফরাসি শিশুরা কোন পরিবার থেকে আসছে অথবা তাদের চিন্তাধারা-ধর্মীয় মতাদর্শ নিয়ে বিন্দুমাত্র ভাবতে চাই না আমরা। গণতান্ত্রিক দেশে এসব ইস্যু কোনো ব্যক্তিকে বিচারের মাপকাঠি হতে পারে না। এ কারণেই কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় পরিচয় প্রকাশ করে, এমন চিহ্ন বা পোশাক পরিধানের অবকাশ নেই।
সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ৪ হাজার ৭৫০টি ধর্মীয় বিদ্বেষের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যা গেলো বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১২০ শতাংশ।
/এআই/এমএন
Leave a reply