ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানে ‘আবায়া’ পরা নিয়ে চলছে তুলকালাম

|

সংগৃহীত ছবি।

ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানে ‘আবায়া’ (এক ধরনের বোরকা) পরা নিয়ে চলছে তুমুল বিতর্ক। শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭ মুসলিম শিক্ষার্থীকে বাড়ি ফেরত পাঠানো হয়। খবর বিবিসি ও সিএনএন এর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্কুলে উপস্থিত হন ৩০০ মুসলিম ছাত্রী। এ অবস্থায় ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে অভিভাবকদের চিঠি দেয়া হয়।

সরকারের এমন সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ে ক্ষোভ বাড়ছে। তা কমাতে গণমাধ্যমে বক্তব্য রাখেন ইমানুয়েল ম্যাকরন।  জানান, ফ্রান্সে ধর্ম-বর্ণ বিদ্বেষের কোনো স্থান নেই। ফরাসি শিশুরা কোন পরিবার থেকে আসছে অথবা তাদের চিন্তাধারা-ধর্মীয় মতাদর্শ নিয়ে বিন্দুমাত্র ভাবতে চাই না আমরা। গণতান্ত্রিক দেশে এসব ইস্যু কোনো ব্যক্তিকে বিচারের মাপকাঠি হতে পারে না। এ কারণেই কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় পরিচয় প্রকাশ করে, এমন চিহ্ন বা পোশাক পরিধানের অবকাশ নেই।

সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ৪ হাজার ৭৫০টি ধর্মীয় বিদ্বেষের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যা গেলো বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১২০ শতাংশ।

/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply