ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু করেছে আলবিসেলেস্তেরা। প্রথম দিন ট্রেনিং সেশনে মাঠে থাকলেও অনুশীলন করেননি লিওনেল মেসি।

এখনও কাতার বিশ্বকাপ জয়ের রেশ কাটেনি আর্জেন্টিনার। এইতো ক’দিন আগেই ট্রফি হাতে প্যারেড করলেন মেসিরা, এমন ভাবনা নিশ্চিতভাবে দোলা দেয় আর্জেন্টাইন ভক্তদের মনে।

কিন্তু তারই মাঝে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই শুরু হচ্ছে। শুক্রবার বুয়েনস আইরেসে ইকুয়েডরকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু করেছে মেসির দল। কিন্তু প্রথম দিনের ক্যাম্প থাকলেও অনুশীলন করেননি মেসি। দাড়িয়ে থেকে সতির্থদের প্রস্তুত হতে দেখেছেন দারুন ফর্মে থাকা এলএমটেন।

আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকোলাস গনসালেস বলেন, বিশ্বকাপ জয়ের আনন্দটা আমরা প্রাণভরে উপভোগ করেছি। কিন্তু এখন আমাদের সেটা ভুলে যেতে হবে। পরের বিশ্বকাপে ভালো করতে শূন্য থেকে শুরু করবো আমরা।

ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ বাছাই-পর্ব শুরু করতে মরিয়া মেসির আর্জেন্টিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply