ইরান পৌঁছেছেন দেশটিতে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি। অন্যদিকে, সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রিয়াদে গেছেন। খবর রয়টার্সের।
দীর্ঘ সাত বছর পর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে দায়িত্ব পালনে গেলেন সৌদির কোনো রাষ্ট্রদূত। একই দিন রিয়াদে যান সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি। দুই রাষ্ট্রদূতের দুই দেশে যাওয়ার মধ্য দিয়ে উপসাগরীয় দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপ জোরালো হলো। আব্দুল্লাহ বিন সৌদ এর আগে ওমানের দূতাবাসের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, এনায়েতি ছিলেন কুয়েতে ইরানের রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত মার্চে চীনের মধ্যস্ততায় কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর উদ্দেশ্যে একটি চুক্তির ঘোষণা দেয় রিয়াদ ও তেহরান। চুক্তি অনুযায়ী শিয়াপ্রধান ইরান-সুন্নিপ্রধান সৌদি আবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশ দু’টিতে পরস্পরের দূতাবাস আবার চালু হয়। এখন রাষ্ট্রদূতেরাও গেলেন।
/এএম
Leave a reply