প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। বলেন, বৈঠকে বিদ্যমান সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে কথা বলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি সমঝোতা সই হয়েছে, যার মধ্যে আছে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ, সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধি, পারস্পরিক লেনদেন আরও সহজ করা।
তিনি আরও জানান, এখন থেকে কেবল ডলার নয়, রুপি বা টাকা দিয়েও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য করতে পারে বাংলাদেশ-ভারত। এর ফলে ডলার সংকট নিয়ে ভোগান্তি কমবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সাথে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে ভারত।
এটিএম/
Leave a reply