মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, দেশ থেকে মোটর সাইকেল রফতানির লক্ষ্যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। ২০১৭ সালের মধ্যে ১৫ লাখ মোটর সাইকলে উৎপাদনের টার্গেট নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
শফিউল আলম বলেন, মোটর সাইকেলের রফতানি বাজার আছে। বিষয়টি আগে কখনও ভেবে দেখা হয়নি। সরকার আন্তর্জাতিক মোটর সাইকেল রফতানি বাজারে শক্ত অবস্থান তৈরিতে নীতিগত সুবিধা দেবে।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply