‘সাংবাদিক নয়, অপরাধীদের জন্য সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা করা হয়েছে’

|

সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি, এটা অপরাধীদের জন্য করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সম্মেলনে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, এই ধারায় কোনো সাংবাদিককে হয়রানি করার সুযোগ নেই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয় আইনে নির্ধারণ করা আছে।

এ সময় ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য ব্রডকাস্ট কমিশন গঠন করার পরামর্শ দেন আনিসুল হক। জানান, এ বিষয়ে সরকার সহযোগিতা দেবে। আর জাতীয় সম্প্রচার নীতিমালা যাতে দ্রুত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply