মরক্কোতে ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৬০০

|

৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো মরক্কো। এতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। এখন পর্যন্ত ছয় শতাধিক মরদেহ উদ্ধারের দাবি করেছে বিভিন্ন সংস্থা। খবর সিএনএন’র।

স্থানীয় সময় রাত ১১টার দিকে এই কম্পন হয়। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ৮ মাত্রার ছিল বলে জানানো হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।

বিভিন্ন গণমাধ্যম জানায়, সবচেয়ে ক্ষতি হয়েছে মেদিনা শহরে। প্রাচীন এই শহরের বেশিরভাগ স্থাপনাই পুরনো। ভূমিকম্পের ধাক্কায় এরইমধ্য ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ভবন এবং স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। কর্তৃপক্ষ জানায়, রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে ছিলেন তখন ভূমিকম্প হওয়ায় প্রাণহানি বেশি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply