চলতি এশিয়া কাপে অন্যদের বঞ্চিত করে হঠাৎ করে কেবল মাত্র ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যুক্ত করায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর ক্ষোভ ঝেড়েছেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। জয় শাহর নেতৃত্বাধীন এসিসি’র এই ধরনের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি।
বৃষ্টির মৌসুমের ম্যাচে রিজার্ভ ডে রাখার উদাহরণ বেশ আছে। কিন্তু তাই বলে হঠাৎ করে চলমান কোনো টুর্নামন্টে কেবল মাত্র একটি ম্যাচে রিজার্ভ ডে যুক্ত করার নজির নেই। চলতি এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে আছে ভারী বর্ষণের পূর্বাভাস। তাইতো শঙ্কা রয়েছে বেশিরভাগ ম্যাচ ভেসে যাওয়ার।
এমন পরিস্থিতিতে ভেন্যু কলম্বো থেকে হাম্বানটোটায় সরানোর পরিকল্পনা করা হলেও শেষ মুহুর্তে তা বাতিল করা হয়। লাহোরে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ হয়ে যাবার পর কলম্বো পর্ব শুরুর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সুপার ফোরের বাকি ৫ ম্যাচের মধ্যে কেবল মাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই যুক্ত করেছে রিজার্ভ ডে।
এসিসির এমন সিদ্ধান্তে উঠেছে সমালোচনার ঝড়। সংস্থাটির ভারতীয় সভাপতি তার দলকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ আসছে। এবার সেই সমালোচকদের কাতারে সামিল হলেন ভারতীয় সাবেক পেসার ভেঙ্কেটেশ প্রসাদ। এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক এবং লজ্জাজনক বলেছেন তিনি।
ভেঙ্কেটেশ প্রসাদ বলেন, এটা যদি সত্যি হয়, তাহলে বলব অত্যন্ত লজ্জাজনক বিষয়। দু’টো দলকে আলাদা গুরুত্ব দিয়ে আয়োজকরা টুর্নামেন্টটাকেই হাসির খোরাকে পরিণত করছে। সুবিচার তখনই হবে, যখন প্রথমদিন খেলা না হলে দ্বিতীয় দিনও অতিরিক্ত বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুধুমাত্র এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ ডে ছিল। আর গ্রুপ পর্বে ক্যান্ডিতে ভারত-পাকিস্তানের আগের মহারণ ভেস্তে যায় বৃষ্টির বাধায়।
/আরআইএম
Leave a reply