এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার রাতে ম্যাচ পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই টিম নিয়ে এশিয়া কাপ জেতার জন্য এসেছিলাম? জানতাম না।
তবে বিশ্বকাপের আগে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে দল ঠিকই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিসিবি বস। বলেন, কথা ছিল, এশিয়া কাপে আমাদের যে স্কোয়াডটা খেলবে সেটাই হবে আমাদের মেইন স্কোয়াড (বিশ্বকাপে)। কিন্তু আনফরচুনেটলি আমাদের কয়েকটা খেলোয়াড় ইনজুরিতে পড়ে গেল, তখন আমাদের কয়েকজন নতুন খেলোয়াড়কে ট্রাই করতে হয়েছে। যাদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে দুই-চারজনকে আমাদের পছন্দ হয়েছে। আমি মনে করি, তারা আমাদের স্কোয়াডে থাকতে পারে। থাকবেই এমন কোনো কথা অবশ্য না। তাই নিউজিল্যান্ড সিরিজে উই হ্যাভ টু সি মোর। শান্তকে অনেক মিস করেছি। তামিম-শান্ত ফিরলে ব্যাটিংয়ের সমস্যা কেটে যাবে বলে আশা করি।
তরুণ তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়েও সন্তুষ্ট পাপন। বললেন, আরও একবার প্রমাণ করেছে সে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফেরানোর ইঙ্গিতও দিলেন বিসিবি সভাপতি। বলেন, রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো, ইনজুরির কারণে। ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাবো না। বেশিরভাগ পেসারই হয়তো খেলবে না। এমনিতেই এবাদত নেই, আরেকটা পেসার যদি ইনজুরড হয় তাহলে আমাদের হাতে অপশন নাই। অনেকেই নাকি আছে যারা নাকি খেলবে না, এদের মধ্যে ব্যাটাররাও আছে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাতেও আমাদের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়ার অপশন থাকবে।
Leave a reply