আজ ঢাকা আসছেন ইমানুয়েল ম্যাকরন

|

দুই দিনের সফরে আজ শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি প্রেসিডেন্টের এই সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোন্না।

শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা আসছেন ইমানুয়েল ম্যাকরন। এই সফরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন।

ম্যাকরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন। এ সময় দুই নেতা দুইটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন।

এছাড়াও শেখ হাসিনা ও ইমানুয়েল ম্যাকরনের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply