ব্লকবাস্টার সিনেমাস’র ১০ বছর, বর্ণিল আয়োজনে পালিত প্রতিষ্ঠাবার্ষিকী

|

ব্লকবাস্টার সিনেমাস! জন্মলগ্ন থেকেই প্রাধান্য দিয়ে আসছে দেশীয় সিনেমাকে। গত ৬ সেপ্টেম্বর সিনেমার যাত্রায় পার করেছে ১০টি বছর।

শনিবার (৯ সেপ্টেম্বর) সেই বর্ণিল গল্প উদযাপন হয়ে গেল। এ দিন যমুনা ফিউচার পার্কে যেন বসেছিল তারার মেলা। সিনেমায় বিশেষ অবদানের জন্য পুরস্কার দেয়া হয় কলাকুশলী-নির্মাতাদের।

বর্ণিল পরিবেশনায় বেরিয়ে আসেন অনন্ত-বর্ষার মতো তারকা। কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় চিত্রনায়ক অনন্ত বলেন, সেই যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে শুরু হয়েছে। এখনও আমরা নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই যাচ্ছি যমুনা ব্লকবাস্টারকে। বিপরীতে আমরাও পেয়ে আসছি। যতদিন বাঁচব, যতদিন মুভি করবো, ইনশাল্লাহ আমরাও ব্লকবাস্টারকে ভালোবাসা দিয়ে যাবো। এ সময় চিত্রনায়িকা বর্ষা বলেন, আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব।

মঞ্চে আসেন অপু বিশ্বাস-ইমন। লাল শাড়ির গানে পারফর্মেন্স করেন তারা। শুভেচ্ছা জানান যমুনা ব্লকবাস্টারকে। এছাড়া উপস্থিত ছিলেন, সিয়াম আহমেদ, সুনহেরা। এ সময় সিয়াম বলেন, আমরা চাই ব্লকবাস্টার যমুনাতেই থাকুক, এমন যেন না হয়। ব্লকবাস্টার সুদূর গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ুক। আরও চেইন মেনটেইন করুক, আরও নতুন শাখা ওপেন হোক। এতে বাংলা সিনেমা সাপোর্ট পাবে।

মঞ্চে আসেন পরীমণি। পুরস্কার নেন যমুনা গ্রুপ ডিরেক্টর ও ব্লকবাস্টার সিনেমাসের ডিরেক্টর রোজালিন ইসলামের হাত থেকে। ছিলেন মেহের আফরোজ শাওন, অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকেই। আয়নাবাজির পুরস্কার প্রাপ্তি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী মুখোমুখি হন গণমাধ্যমে।

হাওয়া সিনেমার জন্য পুরস্কার নেন নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু। প্রিয়তমা সিনেমার জন্য হিমেল আশরাফসহ আরও অনেকেই পান পুরস্কার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply