টাইগারদের হারে মনঃক্ষুণ্ন বিসিবি সভাপতি পাপনের

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ কলম্বোর গ্যালারিতে বসে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ইচ্ছেটা ছিল টাইগারদের জয় দেখবেন স্বচক্ষে। তবে ২১ রানের পরাজয়ে মন খারাপ বিসিবি বসের। শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল শান্তকে মিস করেছেন তিনি। পাপনের মতে, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটার; তবে আগের সিরিজগুলোতে না থাকায় হঠাৎ করে এশিয়া কাপে খেলানোটাও ঝুঁকিপূর্ণ ছিল। বিসিবি সভাপতির মতে, এখনও রিয়াদের সামনে সুযোগ রয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের পাপন বলেন, হ্যাঁ মনতো খারাপ হবেই। আমার কাছে মনে হয় আমরা ২০ রান বেশি দিয়ে দিয়েছি। ব্যাট হাতে হৃদয় দারুণ খেলেছে। শেষ দিকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছিলাম না। তবে আজ নাসুম শেষ দিকে ভালো করেছে।

নাজমুল হাসান পাপন চলতি এশিয়া কাপে সবচেয়ে মিস করছেন নাজমুল শান্তকে। ফর্মে থাকা শান্ত ১৯৩ রান নিয়ে এখনো আছেন চলতি এশিয়া কাপের শীর্ষে। তিনি বলেন, চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশি মিস করছি শান্তকে। কারণ সে দারুণ ফর্মে ছিল। লিটন ফর্মে নেই, মাত্র অসুস্থতা থেকে উঠেছে। পুরোপুরি ফিট হয়েছে কি না জানি না। তামিম, লিটন, শান্ত যদি থাকতো এবং ফল এমন হতো তাহলে হতাশ হতাম। এখন যারা সুযোগ পাচ্ছে তারা তো এখানে থাকারই কথা না। এশিয়া কাপের এমন পারফরমেন্স এলার্মিং কিছু নয়। এখনও পরীক্ষা- নিরীক্ষা চলছে।

দল খারাপ করায় স্বাভাবিকভাবে উঠছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গ। তবে রিয়াদ ইস্যুতে আবারও উত্তর ছিল কিছুটা ডিপ্লোমেটিক। তিনি আরও বলেন, এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না , হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে।

তবে এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ হারলেও ওতোটা হতাশ নয় বিসিবি সভাপতি। যাওয়ার আগে বললেন, ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচও মাঠে বসে দেখার ইচ্ছা আছে তার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply