ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত ২ বিদেশি স্বেচ্ছাসেবী

|

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ মিসাইলের আঘাতে ২ বিদেশি স্বেচ্ছাসেবী প্রাণ হারালেন। অভিযানে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রোড টু রিলিফ। তারা জানায়, স্লোভিয়ানস্ক থেকে বাখমুতের দিকে যাচ্ছিল তাদের একটি গাড়ি। সেটি পড়ে মিসাইল হামলার মুখে। যানটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান স্প্যানিশ পরিচালক এমা ইগুয়েল এবং তার কানাডীয় সহকর্মী অ্যান্থনি ইহনাত। তাদের সাথে থাকা আরও দুই জার্মান স্বেচ্ছাসেবীর অবস্থাও গুরুতর। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

গেল বছর ফ্রন্টলাইন থেকে আহত সৈন্য এবং বেসামরিকদের নিরাপদ আশ্রয়ে সরানোর অনুমতি পায় রোড টু রিলিফ। ১৮ মাসের রুশ সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ বিদেশি স্বেচ্ছাসেবী, আহত ১৬।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply