মেদভেদেভকে হারিয়ে জোকোভিচের ২৪তম গ্র্যান্ডস্লাম জয়

|

রুশ প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভকে হারিয়ে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্লাম জিতলেন নোভাক জোকোভিচ। আর তাতে ছুঁয়ে ফেললেন মার্গারেট কোর্টকে।

ফ্লাশিং মিডোতে এটি ছিল তার দশম ফাইনাল। আগের নয়বারের ছয়বারই হেরেছিলেন। তবে এবার রাশান দানিল মেদভেদেভকে সে অর্থে খুব একটা সুযোগ দেননি।

প্রথম সেটে রুশ প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। সেটাও জিতে নেন জোকো। এরপর শেষ সেটটি জোকোভিচ জেতেন ৬-৩ গেমে। আর একই সাথে তুলে নেন ২০২১ ইউএস ওপেন ফাইনালে এই মেদভেদেভের কাছে পরাজয়ের প্রতিশোধ।

৩৬ বছর বয়সে জোকোভিচ ইউএস ওপেন জিতে ‘ওপেন যুগে’ সব থেকে বেশি বয়সে শিরোপা জয়ের রেকর্ড গড়লেন। সবমিলে এ বছর তিনটি গ্রান্ডস্লাম পকেটে ভরলেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply