দুইদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সরকার প্রধানের আমন্ত্রণে ঢাকা আসেন ম্যাকরন। তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।
ম্যাকরনের সম্মানে রোববার রাতেই রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়। তাতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরপর রাতেই গানের দল ‘জলের গান’ এর রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।
আর সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ম্যাকরন। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।
এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ঢাকা সফররত ম্যাকরন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুই দেশের মধ্যে দুইটি চুক্তি হয়। পরে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ম্যাকরন। বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকাবাইচ উপভোগ করেন।
সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা ছাড়েন ফরাসি প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
/এমএন
Leave a reply