কুড়িগ্রামে ডিএনএস স্যালাইন নিয়ে নৈরাজ্য

|

কুড়িগ্রামে ডিএনএস স্যালাইন নিয়ে নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে ঠিকমতো স্যালাইন মিলছে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। বাইরে থেকে কিনতে গেলে গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি টাকা। ফলে ভোগান্তি উঠেছে চরমে।

মুমূর্ষু অবস্থায় কিংবা অপারেশন ও অসুস্থতাজনিত কারণে রোগীদের দেয়া হয় ডিএনএস স্যালাইন। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এই ডিএনএস স্যালাইনের চাহিদা বেড়েছে বেশ। কোথাও কোথাও দেখা দিয়েছে সংকট।

ফার্মেসি মালিকদের দাবি, কোম্পানি থেকে তারা চাহিদা মতো ডিএনএস স্যলাইন পাচ্ছেন না।

ওষুধ ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে। শিগগির সংকট কেটে যাবে। বেশি দামে ডিএনএস স্যালাইন বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস তাদের।

এ ব্যাপারে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, সরকারি হাসপাতালে স্যালাইনের সংকট নেই। আমাদের কাছে যে পরিমাণ স্যালাইন আছে, তা দিয়ে এখনও বেশ কিছুদিন চালাতে পারবো।

ডিএনএস স্যালাইনের দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে নজরদারি বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply