নরেন্দ্র মোদি-মোহাম্মদ বিন সালমান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা

|

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ভারত-সৌদি আরব। সোমবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হয় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। খবর রয়টার্সের।

এ সময় জ্বালানি খাতে সহায়তা বৃদ্ধির ওপর জোর দেন দুই নেতা। বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ বেশ কয়েকটি খাতে যৌথ বিনিয়োগের কথাও বলা হয়। অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা ইস্যুতেও পরস্পরের পাশে থাকতে চায় ভারত-সৌদি।

এদিন ইন্ডিয়া-সৌদি আরব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের আলোচনায় যোগ দেন দু’জন। বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দু’জন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে মোদি জানান, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে দুই দেশ। জি টোয়েন্টি সম্মেলন শেষে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য দিল্লিতে থেকে যান বিন সালমান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply