কৃষ্ণ সাগর থেকে তেল-গ্যাসের প্ল্যাটফর্ম পুনরুদ্ধার করলো ইউক্রেন

|

ছবি: আল জাজিরার।

রুশ অধিকৃত কৃষ্ণ সাগরের বেশ কয়েকটি কৌশলগত গ্যাস ও তেলের ড্রিলিং প্ল্যাটফর্ম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। ২০১৫ সাল থেকে মস্কো এগুলো দখল করে রেখেছিল। খবর আল জাজিরার।

ইউক্রেনীয় সামরিক ইন্টেলিজেন্সের (জিইউআর) দাবি, ক্রাইমিয়া অধিকরণের সময় রাশিয়া যে পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করেছিল, এর ফলে তারা প্রায় তা পুরুরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

তাদের মতে, ইউক্রেনের জন্য বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার বেশ গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়া এখন থেকে আর এটি ব্যবহার করতে পারবে না।

তারা আরও জানায়, অভিযান চলাকালে রুশ যুদ্ধ বিমান এবং ইউক্রেনীয় নৌযানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফলে রাশিয়া পিছু হটতে বাধ্য হয়েছে।
/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply