সুন্দরবন রক্ষায় ১ বিলিয়ন ডলার দেবে ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন । ফাইল ফটো

ম্যানগ্রোভ ফরেস্ট-সুন্দরবন রক্ষায় ১ বিলিয়ন ডলার দেবে ফ্রান্স, নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তবে কবে সেই অর্থ ছাড় হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইনোভেশন আড্ডা শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সুদের হার বেশি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সার্ভিস ভালো হওয়ায় ফ্রান্সের সাথে স্যাটেলাইট স্থাপনের চুক্তি করেছে বাংলাদেশ।

তিনি আরও জানান, জি টুয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে মানবাধিকার বা রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তিস্তার পানিবন্টনসহ অমীমাংসিত সব ইস্যুতেই কথা হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্টমন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply