সারাদেশেই আগামী দুই দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া দেশের নদীবন্দর সমূহকে ১ নম্বর সর্তক সংকেত দেখানো হয়েছে।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার। এ ছাড়া হাতিয়ায় ৪৯, ঢাকায় ৪৩, বান্দরবানে ৩৭, কুমিল্লায় ৩৫, ময়মনসিংহে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এটিএম/
Leave a reply