এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। একাই ভারতের ব্যাটিং লাইনআপের পরীক্ষা নিচ্ছেন লঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগে। ৭ ওভারে ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
রোহিত শর্মা ও শুভমান গিলের দুর্দান্ত শুরুতে ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। ২৫ বলে ১৯ রান করে ওয়েলালাগের বলে গিল ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন রোহিত। থিতু হতে পারেননি গেল ম্যাচের সেঞ্চুরিয়ান ভিরাট কোহলিও। মাত্র ৩ রান করে সেই ওয়েলালাগের বলেই ফিরে যান। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ হতে না হতেই রোহিতকেই তুলে নেন সেই ওয়েলালাগে।
এরপর, ঈশান কিষান ও কেএল রাহুলের জুটিতে স্থিতি পায় ভারত। কিন্তু দলীয় ১৫৪ রানে কেএল রাহুলকেও তুলে নেন ওয়েলালাগে।
মঙ্গলবার এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। স্পিনবান্ধব উইকেটে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার আক্সার প্যাটেল। আর স্বাগতিক শ্রীলঙ্কা মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশেই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য ঢের এগিয়ে ভারত। ১৬৫ ওয়ানডেতে ৯৬ জয় ভারতের দখলে, বিপরীতে ৫৭ জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে, এশিয়া কাপে প্রায় বরাবর টক্কর দিয়েছে লঙ্কানরা। ২১ দেখায় ভারতের ১০ জয়ের বিপরীতে ১১ জয় তুলে নিয়েছে লঙ্কানরা।
Leave a reply