চীনের গুয়াংজি বন্যা: নিহত বেড়ে ১০

|

গুয়াংজিতে বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ছবি: সিসিটিভি

প্রবল বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত চীনের গুয়াংজি প্রদেশ। ভারি বৃষ্টিতে ইউলিন শহরে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোববার ও সোমবারের বৃষ্টিতে নতুন করে ভূমিধস ঘটেছে শহরটিতে। কিছু কিছু স্থানে রেকর্ড ছাড়িয়েছে বৃষ্টিপাত। বিধ্বস্ত হয়েছে রাস্তা-ঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এখনও বন্যার পানিতে আটকে আছে বহু মানুষ। রাবার বোট ও হেলিকপ্টারযোগে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। শহরটি থেকে নিরাপদে সরানো হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি নাগরিককে।

গত ৫ সেপ্টেম্বর স্বায়ত্বশাসিত ভূখণ্ড গুয়াংজি প্রদশে আঘাত হেনেছিল টাইফুন হাইকুই। এই টাইফুনের প্রভাবে গুয়াংজির সবচেয়ে জনবহুল শহর শেনজেনে গত ৫ ও ৬ সেপ্টেম্বর যে পরিমাণ ভারি বৃষ্টিপাত হয়েছে, তা শহরটির গত ৭০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply