‘উন্নয়ন কাজে রোহিঙ্গাদের সম্পৃক্ত করার ঝুঁকি নেবে না সরকার’

|

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

কক্সবাজার ও চট্টগ্রাম কেন্দ্রিক কোনো উন্নয়ন কাজের সাথে রোহিঙ্গাদের এখনই সম্পৃক্ত করার ঝুঁকি নেবে না সরকার। রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে গিয়ে কিছু করতে পারেন, সেই দক্ষতা বাড়ানোর কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সেই সাথে সারা বিশ্বে জনমত বাড়ানোর কাজ চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অক্সফামের উদ্যোগে রোহিঙ্গা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ তবে মাদক ও রোহিঙ্গা ইস্যুতে অবস্থান কঠোর। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা নারী পাচার ও যৌন হয়রানী বন্ধে বাংলাদেশ আন্তরিক তবে বিষয়গুলো সমাধানে এখনো দরকার ৭৩ মিলিয়ন মার্কিন ডলার।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply