এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গিয়েছে ভারত। আর বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। এবারের আসরে প্রথমবারের মতো টসে হারেন সাকিব আল হাসান। বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের সামনেই বিকল্প ক্রিকেটারদের দেখে নেয়ার সুযোগ। তাইতো দু’দলের একাদশে এসেছে পাঁচটি করে পরিবর্তন। এ ম্যাচে দুই দলেই আছে অভিষিক্ত ক্রিকেটার। ব্যাটার তিলক ভার্মা ভারতের ও পেসার তানজিম হাসান সাকিব বাংলাদেশের হয়ে খেলবেন প্রথম ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান, তিলক ভার্মা, সুরিয়া কুমার যাদব, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, শারদুল ঠাকুর।
/আরআইএম
Leave a reply