ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

|

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১২ জনের। চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৯০ জনে। সেপ্টেম্বরেই মারা গেছেন ১৯৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন রাজধানীর বাইরে, বাকি ৪ জন ঢাকায়। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ১২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গেল দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৩৯ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১২৯ জনের মধ্যে ঢাকায় ৮৪৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ২৮৬ জন। এ বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জনে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালে চাপ অস্বাভাবিক হারে বেড়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply