সংখ্যালঘুদের জন্য নির্বাচন উৎসব নয়, আতঙ্ক: শাহরিয়ার কবির

|

জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘুদের সুরক্ষায় আইনের সংশোধনের দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘নির্বাচনকালে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিসংতা প্রতিরোধে আইনের সংস্কার’ বিষয়ক আলোচনায় এমন কথা বলেন তিনি।

দেশের সংখ্যালঘুদের জন্য নির্বাচন উৎসব নয়, আতঙ্কের নাম বলে মনে করেন শাহরিয়ার কবির। সহিংসতা এড়াতে আইন সংস্কারের তাগিদ দেন তিনি।

আলোচনা সভায় সংখ্যালঘু নির্যাতনকারীদের আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়। একই সাথে যারা বিভিন্ন সময় আক্রমণ, হামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ দিতে হবে বলে জানান বক্তারা।

আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বিচারপতি ফজলে কবির ও ব্যারিস্টার নাদিয়া চৌধুরীসহ প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply