পেরুতে সহিংসতা ঠেকাতে তিন জেলায় জরুরি অবস্থা জারি

|

ছবি: রয়টার্স।

পেরুতে আশঙ্কাজনক হারে অপরাধ বেড়ে যাওয়ায় তিন জেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সোমবার (১৮ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বোলুয়ার্তে জানান, জরুরি অবস্থার আওতায় থাকবে রাজধানী লিমার দু’টি অঞ্চল ও উত্তরাঞ্চলীয় জেলা তালারা। স্থানীয় অস্ত্রধারী গোষ্ঠীগুলোর সংঘর্ষ বন্ধেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার এখতিয়ার পেলো সামরিক বাহিনী।

সম্প্রতি দেশটির বিভিন্ন গ্রুপের মধ্যে দাঙ্গা, সংঘাত মারাত্মক রূপ নিয়েছে। প্রায়ই ঘটছে বড় ধরণের হতাহতের ঘটনা। গ্রেনেডসহ নানা ধরণের অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করে সন্ত্রাসীরা।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর কেবল রাজধানী লিমাতেই ১ লাখ ৬০ হাজারের বেশি অপরাধ মামলা হয়েছে। যা এর আগের বছরের তুলনায় ৪০ হাজার বেশি।

/এআই/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply