জিম্বাবুয়েতে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে কলেরা। পানিবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। প্রাদুর্ভাব ঠেকাতে রাজধানী হারারেতে জরুরি অবস্থা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার হারারে’র হাসপাতাল ঘুরে দেখেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো। জানান, রাজধানীর বাইরেও অনেক এলাকায় কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।
এদিকে রোগ প্রতিরোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাতিসংঘ। যদিও পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে সে কাজ। চলমান অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দাবি সরকারের।
যদিও নতুন করে কলেরার প্রাদুর্ভাবের জন্য সরকারের কয়েক দশকের দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দুষছে বিরোধী দলগুলো। ২০০৮ সালে দেশটিতে কলেরা মহামারীতে প্রাণ যায় চার হাজার মানুষের।
Leave a reply