কঠিন ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘এ’ গ্রুপের খেলায় রেড ডেভিলদের আতিথ্য জানাবে বায়ার্ন মিউনিখ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে কোচ টেন হাগের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছে পুরো দল।
সবশেষ খেলার পরিসংখ্যানটা অবশ্য খুব একটা ভালো নয় রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগের প্রথম ৫ ম্যাচের তিনটিতেই হার ইংলিশ ক্লাবটির। তবে চ্যাম্পিয়ন্স লিগে দল ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। যদিও প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন তিনি।
ম্যান ইউ কোচ টেন হাগ বলেন, তাদের বেশকিছু মেধাবী ও আকর্ষণীয় ফুটবলার রয়েছে। যা আপনি কখনোই দৃষ্টির আড়ালে রাখতে পারবেন না। তবে আমরাও আত্মবিশ্বাসী। আপাতত গ্রুপ পর্ব পার হয়ে পরের রাউন্ডে যাওয়াই আমাদের লক্ষ্য।
এদিকে বেশ ভালো অবস্থানেই আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বুন্দেস লিগার সবশেষ ৪ ম্যাচে তিনটিতেই জয় আছে তাদের। গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে মিউনিখে নাম লেখান হ্যারি কেইন। এরই মধ্যে ৪ গোল করে দারুণ ছন্দে আছেন তিনি।
হ্যারি কেইন বলেন, প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ শক্ত প্রতিপক্ষ। তবে মাঠে আমরা নিজেদের সেরাটা দিতেই শতভাগ চেষ্টা করবো। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে জয় তুলে নিতে মরিয়া থাকবে পুরো দল।
বি গ্রুপের খেলায় আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি আইন্দহফেন। ঘরের মাঠে জয় দিয়ে মিশন শুরু করতে ঘাম ঝরিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। নিজেদের মাঠে অতিথি দল পিএসভি কঠিন পরীক্ষায় ফেলতে পারে বলে সতর্ক করেছেন আর্সেনাল কোচ।
মিকেল আর্তেতা বলেন, নিঃসন্দেহে ভালো দলের বিপক্ষে আমরা মাঠে নামতে যাচ্ছি। অধিকাংশ খেলায় তারা জয় পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারা অব্যাহত রেখেছে। আমি নিশ্চিত, পিএসভি বেশ কঠিন পরীক্ষাই নেবে আমাদের। তবে আমরাও জয়ের জন্যই মাঠে নামবো।
প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫ জয়ের পাশাপাশি একটি ড্র আছে গানারদের।
/এএম
Leave a reply