ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০১৫

|

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১ জনের প্রাণহানি ঘটেছে। যা চলতি বছরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টার মধ্যে আবারও সর্বোচ্চ মৃত্যু। এর আগে, গত ২ সেপ্টেম্বর ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার (২৪ ঘণ্টা) মধ্যে আরও ২১ জনের প্রাণ কেডে নিলে পুনরায় রেকর্ড মৃত্যু দেখে বাংলাদেশ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫৮ জন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আরও জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৮৬১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৬ হাজার ৪৪৪ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ৭৬ হাজার ৭১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৭ জন।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply