চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৭

|

চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পূর্বঘোষিত রোডমার্চ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভার আগে ও পরে দুইবার সংঘর্ষে জড়ায় তারা। এ ঘটনায় বিএনপির অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

বিকেলে চট্টগ্রাম মহানগরের বিএনপি কার্যালয়ে একত্রিত হয় বিএনপির নেতাকর্মীরা। প্রস্ততি সভার আগ মুহুর্তে আধিপত্য বিস্তার এবং কমিটি গঠন নিয়ে বিরোধে জড়ান দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক ও মোস্তাক আহমদের কর্মীরা। প্রস্তুতি সভার পরে কেন্দ্রীয় নেতাদের সামনেই আবারও সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। এ সময় কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে নেতারা তাদের শান্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, আমরা কার্যালয়ের বাইরেই ছিলাম। মারামারি হতে আমরা দেখিনি। তাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। এর থেকে বেশি কিছু আমি জানি না।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply