মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার পদে ‘কৃষ্ণাঙ্গ’ কিউ ব্রাউন

|

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কিউ ব্রাউন। ছবি: রয়টার্স

মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার পদে নিয়োগ পাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত জেনারেল চার্লস কিউ ব্রাউন। বুধবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে হওয়া ভোটাভুটিতে ৮৩ সিনেটর রায় দেন তার পক্ষে। খবর রয়টার্সের।

দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন কিউ ব্রাউন। দুই দশক আগে কলিন পাওয়েল ছিলেন এই পদে। বর্তমানে বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাউন। জেনারেল মার্ক মিলির স্থলাভিষিক্ত হবেন তিনি। চলতি মাসেই শেষ হবে তার মেয়াদ।

গত মে মাসে জেনারেল ব্রাউনের নাম মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইটার জেটের পাইলট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। চীনের সাথে উত্তেজনার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটির কমান্ডার ছিলেন। আরও দুই শীর্ষ সামরিক কর্মকর্তা পদে নিয়োগের জন্যও সিনেটে ভোটাভুটি হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply