ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব, ছেলের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জেরে ঘটলো এমন ঘটনা

|

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জেরে হয় এমন ঘটনা। খবর ফোর্বসের।

বুধবার (২০ সেপ্টেম্বর) হ্যাকিংয়ের শিকার হন জুনিয়র ট্রাম্পের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট। স্থানীয় সময় সকাল আটটার দিকে একাধিক বার্তা পোস্ট করে হ্যাকাররা। প্রায় এক ঘণ্টা পর ডিলিট করা হয় সেগুলো। তবে এর আগেই ছড়িয়ে পড়ে বার্তাগুলো।

হ্যাকাররা একাধিক পোস্ট দিয়ে পরে আবার তা মুছে ফেলে। ছবি: সংগৃহীত

একটি পোস্টে ট্রাম্প মারা গেছেন বলে জানানোর পর বলা হয়, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন জুনিয়র ট্রাম্প। উত্তর কোরিয়াসহ আরও কয়েকটি ইস্যুতেও করা হয় পোস্ট। পরে ট্রাম্প অর্গানাইজেশন নিশ্চিত করে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা।

উল্লেখ্য, জুনিয়র ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১ কোটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply