গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও ডুয়েট ছাত্রের মৃত্যু

|

গাজীপুর করেসপন্ডেন্ট:

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী ও পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন জামাল উদ্দিন (৫৮)। তিনি জেলা ট্রাফিক বিভাগে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। অপরজন হলেন সোহেল রানা, তিনি ঢুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় জেলা পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মাছবাহী পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন তারা। কিন্তু পিকআপটির চালক তাদের সংকেত দেখেও দ্রুত গতিতে এসে ‍পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে, ডুয়েটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান সোহেল রানা।

/এনকে/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply