দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৪৬ টন ইলিশ রফতানি

|

দুর্গাপূজা উপলক্ষে ইলিশের প্রথম চালান হিসেবে প্রায় ৪৬ টন মাছ ভারত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে মাছবাহী ১২টি ট্রাক পেট্রাপোলে প্রবেশ করে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে আরও ৩ হাজার ৯৫০ টন ভারত পাঠানো হবে।

বাংলাদেশের ৭৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার।

এরআগে, গতবছর দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছিল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply