বজলুর রহমান স্মৃতি পদক পেলেন যমুনা টেলিভিশনের সাংবাদিক হাবিব রহমান

|

ছবি: যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির সিনিয়র রিপোর্টার হাবিব রহমান

“পুলিশ মুক্তিযোদ্ধা সম্মান আছে স্বীকৃতি নাই” এই শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য বজলুর রহমান স্মৃতি পদক পেলেন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির সিনিয়র রিপোর্টার হাবিব রহমান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরি।

এ সময় স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই পদক সাংবাদিকদের উৎসাহ দেবে। বলেন, বজলুর রহমান কথার স্বাধীনতা, কলমের স্বাধীনতায় বিশ্বাস করতেন। বাংলাদেশের এগিয়ে চলা সেই বিশ্বাসকে ধারণ করে। এ সময় নারীদের সাংবাদিকতা পেশায় আরও বেশি করে আসার আহ্বান জানান তিনি।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সম্মিলিতভাবে এই পুরস্কার পান ডেইলি স্টারের প্রতিবেদক আমিরুল রাজীব ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply