সরকার এখন আরেকটা নীলনকশার নির্বাচনের পরিকল্পনা করছে। আর তাদের সাহায্য করছে বর্তমান নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন সংবিধান সম্মত নয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মঞ্চের নেতারা।
এ সময় বক্তরা বলেন, সংবিধানে বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। তাই সংবিধান মেনেই এই সরকারকে চলে যাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ক্ষমতার জন্য আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী বাতিল করেছে। কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও জানান তারা।
এটিএম/
Leave a reply