ইমরান খানের বিরুদ্ধে সমন জারি

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর দিতে হবে হাজিরা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিভিল কোর্টের বিচারপতি কুদরুত-উল্লাহ্ জারি করেন এই সমন। জানান, ইমরান খানের বিরুদ্ধে রয়েছে ইসলামী রীতি না মেনে বিবাহ করার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। কারণ, দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সাথে তালাকের আগে ইদ্দত চলাকালেই তিনি বিয়ে করেন। সেজন্য নেননি অনুমতিও।

চলতি বছরের ১৮ জুলাই প্রথম এ মামলাটি দায়ের করা হয়। আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোষাখানা থেকে বিনা অনুমতিতে সরকারি উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামী বস্তুসামগ্রী বিক্রি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply