ভিসা বিধিনিষেধ আরোপ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

|

ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার

যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।

ভিভিও বার্তায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ শুরু হয়েছে বলে আজ জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

তিনি বলেন, এসব ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply