যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপে নেই: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপে নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে, তাহলে তাদের ভিসা দেয়া হবে না। আওয়ামী লীগ সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। তাই সরকার ও নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। যারা নির্বাচন বানচাল করার, অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে, তারা ভিসানীতি নিয়ে ভয় পাবে।

সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলার মাদরাসার অধ্যক্ষ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply