আউট করে ফিরিয়ে আনা ভালো দেখায় না: তামিম

|

‘মানকাডিং’ বা বল করার আগেই নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যানকে রানআউট করার ব্যাপারে দলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচে কিউই ব্যাটার ইশ সোধিকে আউট করার পর পুনরায় তাকে ফিরিয়ে আনা ঠিক হয়নি বলেও মনে করছেন তিনি।

তামিম বলেন, একবার আউট করে ফিরিয়ে আনাটা ভালো দেখায় না। এমন আউট করা বা না করা—কোনোটিই ভুল নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৫.৪ ওভারের সময় সোধিকে ‘মানকাড’ করেছিলেন পেসার হাসান মাহমুদ। আউট হয়ে ফেরার পথে ব্যাট ও হাত মিলিয়ে ইশারাও করেন সোধি, যেটিতে কিছুটা ব্যঙ্গ করেছেন বলেই মনে হয়েছে। পরে লিটন দাস আবেদন তুলে নেয়ায় ফিরে এসে ব্যাটিং করেন সোধি। পরেরবার মাঠে ফিরে হাসানকে জড়িয়েও ধরেন সোধি।

তাকে এভাবে ফিরিয়ে আনা উচিত হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তামিম সংবাদ সম্মেলনে বলেন, এ আউট নিলে… আমার মনে হয়নি ওরও (সোধি) এমন করা উচিত হয়নি। ও যেভাবে বিস্মিত হয়েছে, তারও বিস্মিত হওয়া উচিত নয়। এটা আমরা নেবো কি নেবো না, এটা অধিনায়কের সিদ্ধান্ত। দুঃখিত, দলের সিদ্ধান্ত। নেবো কি নেবো না। তবে সে যেভাবে নিয়েছে, তাতে আমি অবাক হয়েছি। এটা ক্রিকেটেরই অংশ।

এমন আউটের ক্ষেত্রে একটা কথা আসে—ব্যাটসম্যানকে সতর্ক করা। তবে সেটিকেও উড়িয়ে দিয়েছেন তামিম, এখানে ওয়ার্নিংয়ের কিছু নেই। বোল্ড আউটের মতোই। হয়তো তখন অধিনায়ক ভেবেছে আমরা নেবো না, এ কারণেই আমরা নেই নাই। এখানে ঠিক বা ভুল নেই।

মানকাডিং বিষয়ে দলের মধ্যে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, এটা একটা দলীয় সিদ্ধান্ত। আজকের ঘটনার পর আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমাদের যদি দলীয় সিদ্ধান্ত হয়, আমরা এ ধরনের উইকেট নেবো তাহলে নেবো, নইলে নেবো না। কারণ একবার আউট করার পর আবার ফিরিয়ে নিয়ে আসা ভালো দেখায় না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply