হ্যামিলটন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি সিনেমা ‘নট আ ফিকশন’

|

ছবি: সংগৃহীত।

১৮তম ‘হ্যামিলটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘নট আ ফিকশন’। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে জায়গা পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ খান সিজু।

এই বছরের উৎসবে, বিজয়ী সিনেমা পুরস্কার হিসেবে পাবে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। প্রাইজ মানি ছাড়াও থাকছে নামকরা চলচ্চিত্র নির্মাতাদের সাথে নেটওয়ার্ক তৈরি করার সুযোগ।

মূল প্রতিযোগিতায় ৭টি দেশের সিনেমার সঙ্গে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে লড়ার পাশাপাশি কানাডিয়ান ফিল্ম মার্কেটেও অংশ নেবে ছবিটি। উৎসবটি কানাডার অন্টারিওতে আগামী ২১ থেকে ২৯শে অক্টোবর চলবে। ২৩শে অক্টোবর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘নট আ ফিকশন’র।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply