ডাকসু নির্বাচন: ভিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

|

হাইকোর্টের নির্দেশের পরও ডাকসুর নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। আগামী রোববার মামলার শুনানি হবে। মামলার বাকি আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন।

গত ৪ সেপ্টেম্বর ঢাবি কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় আইনজীবী মনজিল মোরশেদ। নোটিশে বলা হয়েছিলো, আগামী ৭ দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন আয়োজনের ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে হাইকার্টে আদালত অবমাননার মামলা করা হবে।

এর আগে এক বছরের ১৭ জানুয়ারি ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসু’র সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply