এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় হয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে বাংলার নারীরা। দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার শাওয়াল জুলফিকার। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১১ রান খরচায় নেন দুই উইকেট। এছাড়া মারুফা আক্তার, রাবেয়া খান এবং নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনে শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার শামীমা সুলতানা ও সাথী রাণী। দলীয় ২৭ রানে সাদিয়া ইকবালের বলে ক্যাচ দিয়ে শামীমা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। শেষ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ ১৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আরেক ওপেনার সাথী রাণীও করেন ১৩ রান। পাকিস্তানের পক্ষে নাশরাহ সান্ধু ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
উল্লেখ্য, এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশের এটিই প্রথম পদক জয়।
/এনকে
Leave a reply