খুলনা বিভাগীয় রোডমার্চে ৫ লাখ জনসমাগমের আশা বিএনপির

|

খুলনা ব্যুরো:

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে সকল আয়োজন সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। রোডমার্চে নেতাকমীদের উজ্জীবিত করতে বিভাগের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও পোস্টার-ফেস্টুন সাঁটিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোডমার্চে ৫ লাখ লোকের সমাগম ঘটাতে চায় দলটি। এজন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন, প্রস্তুতি সভার পাশাপাশি প্রচারপত্রও বিলি করছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) খুলনার কেডি ঘোষ রোডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, সমাবেশে ৫ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছি। এজন্য আমরা প্রস্তুতিও নিয়েছি। এ ব্যাপারে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ রয়েছে। সিটি করপোরেশন কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। রোডমার্চ ও সমাবেশ সফল করতে প্রশাসনের সহায়তা পাবো আশা করছি।

আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ থেকে রোডমার্চটি ‍শুরু হয়ে মাগুরা-কুষ্টিয়া-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এসে থামবে। ১৬০ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে শিববাড়ি মোড়ে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply